শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | সুপার সিক্সের আশা ছাড়ছেন না, হারের হ্যাটট্রিক ভুলে জয়ে ফিরতে বদ্ধপরিকর অস্কার

Sampurna Chakraborty | ২৩ জানুয়ারী ২০২৫ ২২ : ৪৩Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: হারের হ্যাটট্রিক ভুলে ঘরের মাঠে জয়ের খোঁজে নামবে ইস্টবেঙ্গল। শুক্রবার লাল হলুদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। মুম্বই, মোহনবাগান, গোয়ার কাছে হার সুপার সিক্সের আশায় ধাক্কা দিয়েছে। গোয়ায় হারের পর বাস্তববাদী অস্কার ব্রুজো মেনে নিয়েছিলেন, এই জায়গা থেকে প্রথম ছয়ে শেষ করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। পথ আরও কঠিন হল। কিন্তু কেরলের বিরুদ্ধে নামার আগের দিন সমর্থকদের জন্য আশার আলো দেখালেন। ইস্টবেঙ্গল কোচের দাবি, এখনও সুপার সিক্স ধরাছোঁয়ার বাইরে নয়। অস্কার ব্রুজো বলেন, 'আমরা ভালই খেলছি। কিন্তু রেজাল্ট আসছে না। আইএসএলের তিনটে সেরা দলের কাছে হেরেছি। আমরা যদি টানা তিনটে ম্যাচ জিততে পারি, তাহলে আমাদের একটা সম্ভাবনা থাকবে। শেষ তিন, চারটে ম্যাচে ৫-৬ পয়েন্ট পেলে আমরা ভাল জায়গায় থাকতে পারতাম। আমাদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। এখনও আটটা ম্যাচ বাকি। এরপর পয়েন্ট নষ্ট করলে আমাদের খেসারত দিতে হবে। পরের তিনটে ম্যাচ আমাদের জিততেই হবে।' 

আগের দিন দ্বিতীয়ার্ধে গোয়ার বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলেও গোল আসেনি। তাতে হতাশ অস্কার। তবে নির্দিষ্ট কারোর ওপর দায় চাপাতে চান না। একেবারেই ছন্দে নেই দিমিত্রিয়স ডিয়ামানটাকোস।‌ তবে গ্রিক স্ট্রাইকারের পাশেই দাঁড়াচ্ছেন ব্রুজো। শুক্রবার তাঁর পুরোনো দলের বিরুদ্ধে ম্যাচ। ইস্টবেঙ্গল কোচের আশা, এই ম্যাচ থেকেই গোলে ফিরবেন দিমি। অস্কার বলেন, 'আমরা আক্রমনাত্মক ফুটবল খেলছি। কিন্তু সেট পিসে গোল হজম করছি। আমি নির্দিষ্ট কোনও প্লেয়ারের ওপর দায় চাপাতে চাই না। আমাদের ক্রস, সেন্টারের সংখ্যা দেখলেই বোঝা যাবে। বিপক্ষ ৩-৪ টে সুযোগ পেলে গোল করে দিচ্ছে। আমরা আধিপত্য বিস্তার করেও বক্সে সাফল্য পাচ্ছি না। দিমিকে নিয়ে খুশি না হলে ওকে দলের বাইরে রাখতাম। নভেম্বর, ডিসেম্বরে ও ভাল খেলছিল। কাল ওর পুরোনো দলের বিরুদ্ধে ম্যাচ। আত্মবিশ্বাসে ফুটছে। গোলে ফিরতে মরিয়া। জবাব দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে চায়।' কেরল কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলে। দ্বিতীয়ার্ধে সাধারণত ভাল খেলে। এই বিষয়গুলো মাথায় রাখছেন ব্রুজো। কেরল ম্যাচে ফিরবেন হেক্টর ইউস্তে। তবে ৯০ মিনিট খেলার মতো জায়গায় নেই। সল ক্রেস্পো এখনও সম্পূর্ণ ফিট নয়। প্রভাত লাকরারও একই অবস্থা। আনোয়ার আলির মাঠে ফিরতে আরও ১৫ দিন লাগবে। তবে যাবতীয় প্রতিকূলতা ছাপিয়ে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। 


East BengalOscar BruzonIndian Super League

নানান খবর

নানান খবর

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম? 

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?

সোশ্যাল মিডিয়া